Header Ads

আমাদের রূপসা সম্পাদক মণ্ডলীর জরুরি সভা



নিজস্ব প্রতিবেদক:

গতকাল বুধবার ৩রা সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় আমাদের রূপসা ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের এক জরুরি সভা। সভায় সভাপতিত্ব করেন ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এফ এম বুরহান এবং সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক মাহমুদুল মুরসালিন।

সভায় সম্পাদনা পরিষদের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত থেকে ম্যাগাজিনের সার্বিক অগ্রগতি, পাঠক চাহিদা, মানোন্নয়ন ও আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, আমাদের রূপসা শুধুমাত্র একটি ম্যাগাজিন নয়, বরং রূপসার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। তাই এটি নিয়মিত প্রকাশ ও পাঠকের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা জরুরি।

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ইং আমাদের রূপসার ২য় সংখ্যা প্রকাশ উপলক্ষে গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মতবিনিময় সভা হবে । এ আয়োজনে স্থানীয় সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে আমাদের রূপসা আরো পাঠকবান্ধব ও মানসম্মত হয়ে উঠবে এবং রূপসার মাটি ও মানুষের কথা সারাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হবে।


#আমাদের_রূপসা_০২

কোন মন্তব্য নেই

rajareddychadive থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.